চারুকলায় মঙ্গল শোভাযাত্রার শেষ সময়ের প্রস্তুতি
2022-04-13 19:11:48

ঢাকা, এপ্রিল ১৩: বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় এখন বাংলা নববর্ষের উৎসবের আমেজ। চলছে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার শেষ সময়ের প্রস্তুতি। করোনা থেকে চিরতরে উত্তরণ ও সাম্প্রদায়িকতা থেকে মুক্তির বার্তা নিয়ে এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য- ‘নির্মল কর, মঙ্গল কর মলিন মর্ম মুছায়ে।’

প্রতিবারের মতো এবারও বর্ষবরণ উপলক্ষে চারুকলায় চলছে সাজ সাজ রব। বাঁশ-পেরেকের ঠুকঠাক শব্দ, মাটির সরায় তুলির আঁচড়, কেউ তৈরি করছেন কাগজের পাখি, বাঘ, রাজা, রানি। মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতির কর্মযজ্ঞে ব্যস্ত শিক্ষার্থীরা।

বাঙালির সবচেয়ে বড় সার্বজনীন উৎসব বাংলা নববর্ষের আর মাত্র এক দিন বাকি। এই বর্ষবরণের অন্যতম আকর্ষণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা। করোনা মহামারির কারণে দুই বছর পর এবার আয়োজন করা হচ্ছে মঙ্গল শোভাযাত্রার।    

মেট্রোরেলের কাজ চলার কারণে এবার মঙ্গল শোভাযাত্রা শুরু হবে টিএসসি থেকে উপাচার্যের বাসভবনের মোড় পর্যন্ত। সেখান থেকে ঘুরে শেষ হবে চারুকলায়।

মিম/হাশিম