‘৬৮ শতাংশ মানুষ নিয়েছেন দ্বিতীয় ডোজ করোনা টিকা’
2022-04-12 19:20:04

ঢাকা, এপ্রিল ১২: বাংলাদেশের ৬৮ শতাংশ মানুষ করোনার দ্বিতীয় ডোজ টিকার আওতায় এসেছেন। স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত মোট ১১ কোটি ৫১ লাখ ৪৬ হাজার ৬৭৭ জন মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত প্রথম ডোজ করোনা টিকা পেয়েছেন ১২ কোটি ৮২ লাখ ৪৫ হাজার ৪৬৫ জন। এ ছাড়া বুস্টার ডোজ পেয়েছেন এক কোটি ৮ লাখ ৩৫ হাজার ৬৯৪ জন মানুষ।  

অধিদপ্তর জানায়, দেশে এই পর্যন্ত ২ লাখ ১২ হাজার ৬৯১ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। জনসংখ্যার প্রায় ৯৭ শতাংশকে টিকা প্রয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও জানায় অধিদপ্তর।

সাজিদ/শান্তা