ঢাকাসহ ৬ বিভাগে ঝড়-শিলাবৃষ্টির আভাস
2022-04-11 19:01:40

ঢাকা, এপ্রিল ১১: বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে ঝড়ের সঙ্গে বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির আভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

এছাড়া ৬ বিভাগে ঝড়-বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এ কারণে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত বহাল রাখা হয়েছে।

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্থানীয় গণমাধ্যমগুলোকে জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

আগামীকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। 

মিম/ সাজিদ