‘সাম্প্রতিক বন্যায় হাওরে ৫ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে’
2022-04-11 18:52:28

ঢাকা, এপ্রিল ১১: বাংলাদেশে সুনামগঞ্জের হাওর এলাকায় সাম্প্রতিক আকস্মিক বন্যার ফলে ৫ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। 

সোমবার দুপুরে সচিবালয়ের সভাকক্ষে হাওরের বন্যা পরিস্থিতি বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সুনামগঞ্জের প্রকল্প প্রক্রিয়াধীন উল্লেখ করে তিনি বলেন, ৪৯৪ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে। 

সুনামগঞ্জের হাওরে ২ লাখ ২৩ হাজার হেক্টর জমিতে ফসল উৎপাদন হয়। এর মধ্যে ৫ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। 

সমস্যাগুলো চিহ্নিত হয়েছে জানিয়ে তিনি আশ্বাস দেন, আগামী বছর থেকে এমন সমস্যা হবে না। 

তিনি বলেন, গত ১ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত সুনামগঞ্জে ব্যাপক বৃষ্টিপাত হয়। বৃষ্টির পরিমাণ ছিল ১২০৯ মিলিমিটার। বৃষ্টির কারণে আকস্মিক বন্যা হয়েছে বলে জানান জাহিদ ফারুক। 

শান্তা/সাজিদ