সরকারের 'দুর্নীতি' তদন্তে দুদককে বিএনপির চিঠি
2022-04-11 19:12:49

ঢাকা, এপ্রিল ১১:  বাংলাদেশের ক্ষমাতসীন দল ও সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তা তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন- দুদককে চিঠি দিচ্ছে বিএনপি।

আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের এ সিদ্ধান্তের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বাংলাদেশে ‘দুর্নীতির মহোৎসব’ চলছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। বলেন, সাংবাদিকদের লেখায় দুর্নীতির খবর প্রকাশিত হলেও দুদক এ বিষয়গুলো আমলে নিচ্ছে না। সরকারের একজন উপদেষ্টা ও আইনমন্ত্রীর টেলিফোন আলাপ এবং ফরিদপুরের এক পরিবারের এক সদস্যের বিরুদ্ধে ২ হাজার কোটি টাকা পাচারের অভিযোগের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আপাতত তারা এ ইস্যুগুলো তদন্তের জন্য দুদক অনুরোধ জানাবেন। 

তবে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেও এখনি এ বিষয়ে তারা কোনো শ্বেতপত্র প্রকাশ করবেন না বলে জানান বিএনপি মহাসচিব।

এদিকে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুপুরেই দলের চিঠি নিয়ে দুদকে যান।

হাশিম/সাজিদ