‘হাওরে অনিয়ম হলে ছাড় নেই’
2022-04-08 20:58:12

ঢাকা, এপ্রিল ৮: বাংলাদেশের পানি সম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম সুনামগঞ্জ জেলার হাওরের ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করে বলেছেন, কাজে অনিয়ম হলে কোন ছাড় দেওয়া হবে না। সরকারি কর্মকর্তা থেকে শুরু করে যেই অনিয়মে জড়িত থাকুক সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। শুক্রবার সকালে দিরাই উপজেলার চাপতির হাওরের ভেঙে যাওয়া বাঁধ পরিদর্শনে এসে মন্ত্রী এ হুঁশিয়ারি দেন। এর আগে বৃহস্পতিবার ধর্মপাশা উপজেলার ভেঙে যাওয়া চন্দ্রসোনার থাল হাওরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি।

ভারতীয় ভূখণ্ডে অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে এবারো সুনামগঞ্জের হাওরাঞ্চলে অকাল বন্যা হয়। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর বোরো ফসল। বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে অসময়ে একের পর এক হাওরের ফসল তলিয়ে যাওয়ার ঘটনায় কয়েক দিন ধরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছেন চাষীরা। একই সাথে হাওরের ফসল রক্ষায় প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে এলাকাবাসী।

উপমন্ত্রী বলেন, পাহাড়ী ঢলে সুনামগঞ্জ হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সর্বোচ্চ সহায়তা দেয়া হবে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও  ত্রাণ মন্ত্রণালয় থেকে ক্ষতিগ্রস্ত কৃষকেরা সহযোগিতা পাবেন বলেও জানান তিনি। বাঁধ পরিদর্শনের সময় হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথেও কথা বলেন এনামুল হক শামীম ।

সাজিদ/রহমান