‘ঢাকায় ডায়রিয়া বাড়ার কারণ পানি দূষণ’
2022-04-07 20:27:07

ঢাকা, এপ্রিল ৭: রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় হঠাৎ ডায়রিয়া ও কলেরার প্রকোপ মারাত্মক আকার ধারণ করার প্রধান কারণ পানি দূষণ বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এ অবস্থায় সবাইকে সচেতন থাকারও পরামর্শ দিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ঢাকা শহরে দেড় কোটিরও বেশি মানুষ বসবাস করে। তাদের অনেকেই স্বাস্থ্যগত ক্ষতিকর পরিবেশে বসবাস করেন। যার ফলে বিভিন্ন ধরনের অসুখ-বিসুখ হচ্ছে। খাদ্যে ভেজালের কারণেও মারাত্মক স্বাস্থ্যঝুঁকি দেখা দিচ্ছে। এ সময় তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে, পৃথিবীর স্বাস্থ্য ভালো থাকলে, প্রাণী ভালো থাকবে।

মিম/ সাজিদ