পেঁয়াজবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ
2022-04-07 20:28:17

ঢাকা, এপ্রিল ৭: বাংলাদেশকে পেয়াজবীজে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষকদের ঋণ দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার ফরিদপুর জেলার গোবিন্দগঞ্জে পেঁয়াজ বীজ উৎপাদন খামার পরিদর্শন করে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা পেঁয়াজবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে চাই। এসব বীজ ব্যবহার করে পেঁয়াজ উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণ হতে চাই। এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এক বছরে আমরা সাত লক্ষ টন পেঁয়াজ উৎপাদন বাড়িয়েছি। গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষও সম্প্রসারণ করা হচ্ছে। আশা করছি, শীঘ্রই আমরা পেঁয়াজবীজ ও পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারবো।”

 এ সময় পেঁয়াজবীজ চাষীদের জন্য ঋণের ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষীদের জন্য প্রণোদনার ব্যবস্থা করা হবে বলেও জানান মন্ত্রী।

কৃষকদেরকে ক্ষতির হাত থেকে বাঁচাতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, “তারা এতো ঝুঁকি নিয়ে, পরিশ্রম করে পেঁয়াজ চাষ করে, তাদের স্বার্থকে দেখতে হবে। আমরা প্রতিদিন বাজার মনিটরিং করছি, পেঁয়াজের দাম বেশি কমে গেলে আমদানি বন্ধ করে দাম বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হবে।”

সাজিদ/রহমান