বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহবান
2022-04-07 20:26:01

ঢাকা, এপ্রিল ০৭: বিদ্যুৎ ব্যবহারে গ্রাহকদের সংযমী ও মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুজ পেজে দেওয়া এক পোস্টে তিনি এ পরামর্শ দিয়েছেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, রোজা, গ্রীষ্ম ও সেচ মৌসুম- সব মিলিয়ে বিদ্যুতের চাহিদা অনেক বেশি। শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করার পর সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে বিদ্যুৎ বিভাগ সর্বাত্মক কাজ করছে।

ওই পোস্টে ‘পবিত্র রমজান মাসে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সম্মানিত বিদ্যুৎ গ্রাহকদের প্রতি আহ্বান’ শিরোনামে বিদ্যুৎ বিভাগের একটি লিফলেটও শেয়ার করেন মন্ত্রী।

লিফলেটে বলা হয়, বিগত একযুগে বিদ্যুৎখাতে অভাবনীয় উন্নতির ফলে একদিকে যেমন দেশের সব জনগণকে বিদ্যুৎ সুবিধার আওতায় নিয়ে আসা সম্ভব হয়েছে, তেমনই চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন সক্ষমতাও বেড়েছে। গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার।

অভি/ সাজিদ