সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে: কাদের
2022-04-02 20:15:42

ঢাকা, এপ্রিল ২: সংবিধান মতে যথাসময়ে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়নের জন্য বই বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

সময় ও স্রোত যেমন কারো জন্য অপেক্ষা করে না, তেমনি নির্বাচনও বিএনপির জন্য অপেক্ষা করবে না উল্লেখ করে কাদের বলেন, ‘নির্বাচন ছাড়া বাংলাদেশের ক্ষমতার মঞ্চের পরিবর্তনের কোনো স্বপ্ন দেখে লাভ নেই।’

 

বিএনপি কখনো নিরপেক্ষ সরকারের কথা বলে, কখনো নির্বাচনকালীন সরকারের কথা বলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সর্বশেষ তাদের মাথায় জাতীয় সরকারের ভূত ঢুকেছে। বিএনপি কী চায়, তা নিজেরাই জানে না। তাদের বলব এদিক, ওদিক না ঘুরে বরং নির্বাচনের প্রস্তুতি নিন। ষড়যন্ত্র করে কোনো লাভ হয়নি। আন্দোলনও হয়নি, নির্বাচনে অংশ নিতেও ব্যর্থ হয়েছেন। বাকি সময়েও লাভ হওয়ার সম্ভাবনা নেই।’

সভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, দীপু মনি, হাছান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

তানজিদ/শান্তা