ঢাকামুখী মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপ, যানজট
2022-04-01 18:20:31

ঢাকা, এপ্রিল ১: বাংলাদেশের উত্তর ও দক্ষিণাঞ্চল থেকে রাজধানী ঢাকামুখী মহাসড়কগুলোতে অতিরিক্ত গাড়ির চাপে যানজট দেখা দিয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, উত্তরাঞ্চলের সঙ্গে যুক্ত ঢাকা-টাইঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-খুলনা মহাসড়কে যানযটের কবলে পড়েছেন যাত্রীরা। 

নাদীতে নাব্য ও ফেরি সংকটে শুক্রবার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এর সঙ্গে যুক্ত হয় মাওয়া ঘাটের বাড়তি গাড়ির অতিরিক্ত চাপ। ফলে মহাসড়কের ৮ কিলোমিটার এলাকা জুড়ে বিপুল সংখ্যক পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও বাসের জট তৈরি হয়।

এদিকে, যানবাহনের চাপ ও পৃথক সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল সহাসড়কের বঙ্গবন্ধু এলাকায় প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। স্থানীয় প্রশাসন জানায়, শুক্রবার ভোর থেকেই বঙ্গবন্ধুসেতুর পূর্ব পাড়ে দেখা যায় এ যানজট।

চালক ও যাত্রীরা স্থানীয় গণমাধ্যমগুলোকে জানান, বঙ্গবন্ধুসেতু থেকে এলেঙ্গা পর্যন্ত ১৫ কিলোমিটার রাস্তা যেতে সময় লাগে প্রায় ৫ ঘণ্টা।

পুলিশ জানায়, সাপ্তাহিক ছুটির কারণে অতিরিক্ত যানবাহনের চাপ ও ভোর রাতে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার সামনে এবং সকালে ভূঞাপুর লিংক রোডে পৃথক সড়ক দুর্ঘটনার কারণে যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নেয়ার পরে যানচলাচল শুরু হয়।

সাজিদ/ হাশিম