কৃষিজমি সংরক্ষণে সংসদে বিল পাশ
2022-03-31 19:16:15

ঢাকা, মার্চ ৩১: কৃষিজমির যথাযথ ব্যবহার ও সংরক্ষণ করতে বাংলাদেশের জাতীয় সংসদে পাশ হয়েছে বেসরকারি বিল।

বিলে বলা হয়েছে, আইন কার্যকর হওয়ার পর দেশের সব কৃষিজমি কৃষিকাজ ব্যতীত অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। কোনো কাজের জন্য ভাড়া বা অন্য কোনোভাবে হস্তান্তর করা যাবে না। তবে ব্যক্তিগত বসবাসের জন্য ঘরনির্মাণ, কবরস্থান ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য এ বিধান প্রযোজ্য হবে না।

বৃহস্পতিবার জাতীয় পার্টির সংসদ সদস্য রওশন আরা মান্নান ‘কৃষি জমি বিল-২০২২’ শীর্ষক বেসরকারি বিল সংসদে উত্থাপন করেন।

বিলে আরও বলা হয়েছে, কোনো ব্যক্তি এ আইনের কোনো বিধান লঙ্ঘন করলে তিন বছরের জেল অথবা ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। কেউ কৃষিজমিতে শিল্পকারখানা, রাস্তা, আবাসন বা অন্য স্থাপনা নির্মাণ করলে তদারক কমিটি নোটিশ দিয়ে নির্মাণকাজ ভেঙে ফেলার নির্দেশ দেবে।

অভি/ সাজিদ