রমজানেও টিকাদান কার্যক্রম চলমান থাকবে
2022-03-31 19:14:44

ঢাকা, মার্চ ৩১: বাংলাদেশে করোনাভাইরাস প্রতিরোধে চলমান টিকাদান কর্মসূচি রমজান মাসেও স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে ২৮ মার্চ, যা ৩১ মার্চ শেষ হওয়ার কথা ছিল। এটি আরও তিন দিন বাড়ানো হয়েছে।

জাহিদ মালেক জানান, করোনাভাইরাস থেকে জনগণের সুরক্ষা নিশ্চিতে রমজান মাসে টিকার প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।

অভি/ সাজিদ