চাইনিজ কর্নারের মাধ্যমে চীন-বাংলাদেশের সাংস্কৃতিক বিনিয়ময়ের সুযোগ তৈরি হল- লিউয়েন ইউ
2022-03-30 18:41:31

ঢাকা , মার্চ ৩০ : সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাইনিজ কর্নার উদ্বোধনের মাধ্যমে চীন ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে বলেছেন  বাংলাদেশে চীনা দূতাবাসের কালচার অ্যান্ড এডুকেশন অ্যাফিয়ার্সের কাউন্সিলর লিউয়েন ইউ।

 

চীনের সংস্কৃতি ও  আন্তর্জাতিক প্রভাব সম্পর্কিত বিভিন্ন গবেষণাপত্র নিয়ে বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথমবারের মতো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাইনিজ কর্নারের  উদ্বোধন করা হয়। এই  অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন লিউয়েন ইউ।

 

বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এই কর্নারের উদ্বোধনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

 

অনুষ্ঠানে লিউয়েন ইউ বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এটি প্রথম চাইনিজ কর্নার। এই কর্নার উদ্বোধনের ফলে সাংস্কৃতিক বিনিময়ের  সুযোগ তৈরি হলো বলে উল্লেখ করেন তিনি।

গবেষণা ও শিক্ষায় শাহজালাল বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের মধ্যে একটি অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে তিনি একে চায়নিজ কর্নারের জন্য উপযুক্ত স্থান বলে মন্তব্য করেন। ভবিষ্যতে এখানে সবধরনের সহযোগিতারও আশ্বাস দেন তিনি। চীনের সংস্কৃতি সম্পর্কে আগ্রহীদের জন্য এই কর্নারকে সহায়ক বলে মনে করেন ইউ। 

 

তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নে চীন সহযোগিতা করে যাচ্ছে এবং সেই সহযোগিতা অব্যাহত থাকবে।

 

ভালোভাবে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করায় বাংলাদেশ সরকারের প্রশংসাও করেন তিনি। 

 

চাইনিজ কর্নারের বিষয়ে তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. সাহাবুল হক বলেন, এই কর্নারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীরা চায়নার শিক্ষাব্যবস্থা, বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেকে কিভাবে গড়ে তুলতে হবে তা শিখতে পারবে। চাইনিজ কর্নারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একাডেমিক ক্ষেত্রে উপকৃত হবে এবং আন্তঃসম্পর্কের উন্নয়ন, অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানতে পারবে। এটি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে বলে জানান তিনি।  

 

কর্নারের উদ্যোগে বাংলাদেশ-চীন সম্পর্কসহ বিভিন্ন ইস্যুতে সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপের আয়োজন করা হবে বলে জানান তিনি।

এর আগে, গত বছর  ডিসেম্বরের ২০ তারিখে চীনের রাষ্ট্রদূত লি জিমিং পলিটিকাল স্টাডিজ বিভাগের প্রতিনিধিদের কাছে চাইনিজ কর্নারের সকল জিনিসপত্র হস্তান্তর করেন। চাইনিজ কর্নার প্রতিষ্ঠার জন্য চীন দূতাবাসের পক্ষ থেকে ২৭৩টি ইংরেজি বই, ২টি বুক সেলফ, ১টি টেলিভিশন, ১টি এয়ার কন্ডিশনার, ১টি কম্পিউটার ও ১টি সোফাসেট প্রদান করা হয়েছে।

অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন ‘এ’ এর ৪০৮ নম্বর কক্ষে কেক কেটে চাইনিজ কর্নার উদ্বোধন করা হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

 

মিম/শান্তা