বরেণ্য শিক্ষাবিদরা উপাচার্য হতে চান না: শিক্ষামন্ত্রী
2022-03-29 19:01:07

ঢাকা, মার্চ ২৯:  বাংলাদেশের বরেণ্য শিক্ষাবিদদের অনেকেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাজ করতে আগ্রহী হন না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

 

তিনি বলেন, ‘দেশে বেশ কয়েকজন অভিজ্ঞ শিক্ষাবিদ আছেন যাদের উপাচার্য হিসেবে পেলে সবাই গর্ব অনুভব করতো। কিন্তু তাদের অনেকেই এই প্রশাসনিক দায়িত্ব নিতে চান না।’

 

মঙ্গলবার জাতীয় সংসদে এক আলোচনায় মন্ত্রী এ কথা বলেন। এসময় বিরোধী দল জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু ও বিএনপির হারুনুর রশীদ উপাচার্যদের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন।

 

এর জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কার্যকলাপ নিয়ে কিছু কিছু সমালোচনা আছে। যেগুলোর সত্যতাও আছে এবং সেগুলোর বিষয়ে ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। কিন্তু ঢালাওভাবে দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে মন্তব্য করা সমীচীন নয় বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

 

অভি/শান্তা