নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে অর্ধবেলা হরতাল পালিত
2022-03-28 19:04:10

ঢাকা, মার্চ ২৮:  বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের  দাম কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকে রাজধানীসহ  সারাদেশে অর্ধবেলা হরতাল পালিত হয়েছে। 

 

পূর্বঘোষণা অনুযায়ী, সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে আধাবেলা হরতাল কর্মসূচি পালন করে সংগঠনের নেতাকর্মীরা। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর তৎপরতা বন্ধের দাবিতে এ হরতাল পালন করেন তারা।

 

তবে এই হরতালকে কেন্দ্র করে রাজধানীর পল্টনসহ দেশের বেশ কয়েকটি স্থানে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে।   জোট নেতাদের দাবি, বিনা উসকানিতে হামলা করে সারাদেশে পুলিশ অর্ধশতাধিক নেতাকর্মীকে আহত করেছে, আটক করেছে ২৪ জনকে। কর্মসূচিতে হামলার প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেয় বাম গণতান্ত্রিক জোট।

 

ঐশী/শান্তা