বাংলাদেশে পালিত হচ্ছে ‘জাতীয় গণহত্যা দিবস’
2022-03-25 15:26:33

ঢাকা, মার্চ ২৫: বাংলাদেশে আজ পালিত হচ্ছে জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের ২৫ সার্চ মধ্যরাতে ঢাকাসহ তৎকালীন পূর্ব পাকিস্তানে ‘অপারেশন সার্চলাইট’এর নামে হত্যাযজ্ঞ চালায় । ইতিহাসের নৃশংসতম এই গণহত্যার রাতই কালোরাত হিসেবে পরিচিত।

২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি তাঁর বাণীতে একাত্তরের এই গণহত্যাকে বিশ্বমানবতার ইতিহাসের কালো অধ্যায় বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, এই দিনে আত্মোৎসর্গকারীদের রক্ত বাঙালিদের অস্ত্র ধারণ করে স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে অনুপ্রাণিত করেছিল।

পাকিস্তানি বাহিনীর নির্মমতার শিকার মানুষদের স্মরণে শুক্রবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ‘ব্ল্যাকআউট’পালন করা হবে। গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পনসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠন। 

সাজিদ/রহমান