ইন্টারনেট সংযোগের আওতায় আসলো ৪১ হাজার প্রাথমিক বিদ্যালয়
2022-03-22 19:12:51

ঢাকা, ২২: বাংলাদেশের ৪১ হাজার প্রাথমিক বিদ্যালয় ইন্টারনেট সংযোগের আওতায় আনার কাজ শুরু করেছে সরকার। সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তিনি বলেন, ‘শিক্ষার বরাদ্দ ব্যয় নয়, বিনিয়োগ’। 

প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইন্টারনেট সেবা শিক্ষাখাতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও মন্তব্য করেন তিনি। এর মাধ্যমে ছাত্র-শিক্ষকের মধ্যে পাঠদান বিষয়ে যোগাযোগ বৃদ্ধি পাবে জানিয়ে তিনি বলেন, ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে ক্লাস ও অন্যান্য বই পড়ার সুযোগ সৃষ্টি হবে। 

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আমিনুল ইসলাম খান বলেন, প্রথম পর্যায়ে ৪১ হাজার প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ দেওয়া হচ্ছে। ক্রমান্বয়ে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সেবা চালু করা হবে। সচিব বলেন, ইন্টারনেট সেবার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের জ্ঞান, দক্ষতা, মননশীলতা বৃদ্ধি পাবে।

সাজিদ/শান্তা