সুশীল সমাজের সঙ্গে সংলাপে নির্বাচন কমিশন
2022-03-22 19:25:17

ঢাকা, মার্চ ২২:  সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। এ বৈঠকে ৪০ জন বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানানো হয় ইসির পক্ষ থেকে। 


মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের কনফারেন্স রুমে এ বৈঠক বসে।


এতে অংশ নেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যসহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এর আগে গত ১৩ মার্চ ৩০ জন শিক্ষাবিদের সঙ্গে সংলাপের আয়োজন করেছিল ইসি। এছাড়া আগামী ৩০ মার্চ গণমাধ্যমের সঙ্গে সংলাপে বসবে ইসি। 


অভি/শান্তা