বৃষ্টির পানি সংরক্ষণসহ প্রায় ১৬ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন
2022-03-22 19:27:42

ঢাকা, মার্চ ২২: বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে পানি সরবরাহসহ মোট ১২টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এসব প্রকল্প বাস্তবায়নের ব্যয় ধরা হয়েছে ১৫ হাজার ৭৪৪ কোটি ৫৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে ১১ হাজার ৬৭৪ কোটি ৮৩ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন থেকে ৪ হাজার ৬৮ কোটি ৫৩ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় করা হবে ১ কোটি ২০ লাখ টাকা।

প্রকল্পগুলোর মধ্যে বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ করার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদন দেওয়া হয়েছে পল্লী এলাকায় কোভিড-১৯ মোকাবিলায় ৫টি প্রকল্প। এর পাশাপাশি বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়নে সড়ক প্রশস্তকরণ, চট্টগ্রামে বিমানসেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য এক্সটার্নাল টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন প্রকল্প উল্লেখযোগ্য। 

এদিকে, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বীজ বর্ধন খামার স্থাপন এবং ভূ-গর্ভস্থ সেচনালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 

সাজিদ/হাশিম