অনির্দিষ্টকালের জন্য লঞ্চ চলাচল বন্ধ নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে
2022-03-21 19:38:01

ঢাকা, মার্চ ২১: বাংলাদেশে শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ রুটে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

রোববার রাতে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক মাসুদ কামাল এ তথ্য নিশ্চিত করেন। শীতলক্ষ্যায় নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা একটি লঞ্চ দুর্ঘটনায় পড়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জগামী এম এল আফসার উদ্দিন নামে যাত্রীবাহী লঞ্চটিকে এম ভি রুপসী-৯ নামের কার্গো জাহাজ ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে সেটি ডুবে যায়। এ ঘটনায় ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের তিনজন নারী, দুটি শিশু ও একজন প্রবীণ ব্যক্তি।

বিআইডব্লিউটিএ কর্মকর্তা মাসুদ কামাল জানান, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ওই রুটে প্রতিদিন ২০ থেকে ২২টি লঞ্চ চলাচল করে।

মিম/রহমান