আগামীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে: ন্যুল্যান্ড
2022-03-20 19:37:57

ঢাকা, মার্চ ২০:  যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের কাছে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ-মার্কিন অষ্টম অংশীদারিত্ব সংলাপ শেষে তিনি গণমাধ্যমকে এ কথা জানান।  র্যাবের ওপর নিষেধাজ্ঞায় বাংলাদেশে বাড়তে পারে সন্ত্রাসবাদ,  লিখিত পরিকল্পনায় সরকারের এমন অবস্থান তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি।  


এসময় ভিক্টোরিয়া ন্যুল্যান্ড বলেন, বাংলাদেশের সঙ্গে মিলিটারি ইস্যুতে জিসমিয়া ও আকসা নিয়ে দুটি চুক্তির খসড়া তৈরি করা হয়েছে এবং তা আগামীতে চুক্তিতে রূপ নিতে পারে। তিনি আরো বলেন, গত ৫০ বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক এগিয়েছে, আগামীতে আরও শক্তিশালী হবে। 


এর আগে সকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড সংলাপে বসেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০তম বার্ষিকীতে সম্পর্ক আরও জোরদারে ৮ম অংশীদারিত্ব সংলাপে যোগ দিতে শনিবার বিকেলে ঢাকায় পৌঁছান ভিক্টোরিয়া নুল্যান্ড।

 

ঐশী/শান্তা