২২ মার্চ বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অশনি
2022-03-19 19:22:18

ঢাকা, মার্চ ১৯: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অশনি’ আগামী ২২ মার্চ বাংলাদেশ ও মিয়ানমারের উপর আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।  ২২ মার্চ মধ্যরাত থেকে ২৩ মার্চ দুপুরের মধ্যে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজার এবং মিয়ানমারের উপকূল অতিক্রম করতে পারে।

  

আবহাওয়া অফিস জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টির উপর পর্যবেক্ষণ চলছে।  এটি স্থলভাগে আঘাত হানার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে । 

 

এ ঘূর্ণিঝড়টি কক্সবাজারের ওপর দিয়ে অতিক্রম করার আশংকা সবচেয়ে বেশি। ফলে ব্যাপক বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসেরও প্রবল ঝুঁকি রয়েছে। 


ঐশী/শান্তা