‘বাংলাদেশ ও চীনের জনগণের মধ্যে আছে পারস্পরিক লাভের দীর্ঘ ইতিহাস’
2022-03-18 20:05:04

ঢাকা, মার্চ ১৮: বাংলাদেশের জনগণের সঙ্গে চীনা জনগণের পারস্পরিক লাভের দীর্ঘ ইতিহাস রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর ইয়ে লিওয়েন। 

বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ লায়ন এন্ড ড্রাগন ড্যান্স ট্রেনিং ক্যাম্প-২০২২’র সনদপত্র বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

বাংলাদেশ লায়ন অ্যান্ড ড্রাগন ড্যান্স স্পোর্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস এবং বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইয়ে লিওয়েন সফল এ আয়োজনের জন্য প্রশিক্ষণার্থী ও আয়োজকদের অভিনন্দন জানান। এ সময় তিনি উল্লেখ করেন, সিংহের গতিবিধি পর্যবেক্ষণ করে নৃত্যটি গড়ে উঠেছে, যা চীনের ইতিহাস ও ঐতিহ্যে পরিপূর্ণ। 

বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে সেতুবন্ধনে সংস্কৃতিকে ব্যবহার করার কথা বলেন বাংলাদেশ লায়ন অ্যান্ড ড্রাগন ড্যান্স স্পোর্টস অ্যাসোসিয়েশন’র সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা বেনু। 

তিনি বলেন, সিংহ ও ড্রাগন নৃত্য সারাবিশ্বে একটি জনপ্রিয় পারফর্মিং আর্ট এবং উদযাপনের অনুসঙ্গ হিসাবে পরিবেশিত হয়। বাংলাদেশ বাঘের জন্য পরিচিত হওয়ায় চীনা বন্ধুদের প্রতি শ্রদ্ধা জানানোর অংশ হিসাবে এখানে বাঘের নাচের বিকাশ ঘটানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

পাশাপাশি, বাঙালির বিজয় প্রায়শই বাঘের সাথে যুক্ত থাকায় সিংহ ও ড্রাগন নাচের অনুশীলনে বাঘের নাচকে একটি নতুন ঐতিহ্য হিসেবে গড়ে তোলার ব্যাপারেও আশা প্রকাশ করেন তিনি।

অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব আল মামুন মৃধা বলেন, চীন দূতাবাস থেকে যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে এসোসিয়েশনকে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। 

প্রশিক্ষক আনোয়ারুল রাসেল বলেন, বাংলাদেশের উশু ও লায়ন ডান্সের জাতীয় দলটিতে অত্যন্ত প্রতিভাবান ব্যক্তিরা রয়েছেন যারা চীনে মাত্র এক মাসের প্রশিক্ষণের পরে আন্তর্জাতিক টুর্নামেন্টে জায়গা করে নিয়েছেন।

লায়ন ও ড্রাগন নাচ এবং উশু মার্শাল আর্ট প্রদর্শনের পর ৫০ জন অংশগ্রহণকারীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

 

মিম/সাজিদ