আজ শেষ হচ্ছে অমর একুশে বইমেলা
2022-03-17 17:00:06

ঢাকা, মার্চ ১৭: বাংলাদেশে মাসব্যাপী চলা অমর একুশে বইমেলা শেষ হচ্ছে আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচির মধ্য দিয়ে শেষ হবে মেলার আয়োজন। 

এবারের বইমেলার মূল প্রতিপাদ্য ছিল- ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’।

বাংলাদেশে করোনাভাইরাস মহামারির মধ্যে এবছরও দেরিতে শুরু হয় একুশের বইমেলা। ১৫ ফেব্রুয়ারি, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ‘অমর একুশে বইমেলা-২০২২’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মধ্যদিয়ে বাঙালির ‘প্রাণের মেলা’র ৩৮তম আসর শুরু হয়।

বিগত বছরগুলোর মতো লেখক-পাঠকদের উপচেপড়া ভিড় না থাকলেও এবার পরিস্থিতি কিছুটা ভালো বলে জানান প্রকাশকরা। করোনার মধ্যেও পাঠক-লেখকদের মিলনমেলায় পরিণত হয় বইমেলা।

বাংলা একাডেমি প্রাঙ্গণ ও ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ৭ লাখ বর্গফুট জায়গা জুড়ে অনুষ্ঠিত হয় এবারের বইমেলা। মেলায় মোট ৩৫টি প্যাভিলিয়নসহ একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে মোট ৫৩৪টি প্রতিষ্ঠানকে ৭৭৬ টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়।  

মিম/ সাজিদ