১৭ থেকে ৩১ মার্চ সোয়া ৩ কোটি ডোজ টিকা দেওয়া হবে বাংলাদেশে: স্বাস্থ্যমন্ত্রী
2022-03-16 19:13:53

ঢাকা, মার্চ ১৬: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আগামিকাল বৃহস্পতিবার থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে মোট ৩ কোটি ২৫ লাখ ডোজ করোনার টিকা দেওয়ার এক বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এই কর্মসূচির আওতায় প্রথম ও দ্বিতীয় ডোজের পাশাপাশি বুস্টার ডোজের টিকা দেওয়া হবে। আজ বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

 

জাহিদ মালেক জানান, এ কর্মসূচির মাধ্যমে ৩ কোটি ২৫ লাখ ডোজ টিকা দিতে সরকার বদ্ধপরিকর।

 

সরকারের কাছে পর্যাপ্ত টিকা রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সব মিলিয়ে ২২ কোটির বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে। আরও ৩ কোটি ডোজ দিতে পারলে আমাদের মোট টিকা দেওয়ার সংখ্যা ২৫ কোটি পার হবে। অর্থাৎ, দেশের মোট জনগণের ৭৫ শতাংশ এবং টার্গেটেড জনগোষ্ঠীর প্রায় ৯৫ থেকে ১০০ শতাংশ মানুষ টিকা পাবেন।’

 গতকাল মঙ্গলবার সারাদেশে করোনায় কোনো মৃত্যু না হওয়াকে আশানুরুপ বলে উল্লেখ করেন মন্ত্রী।

 

তানজিদ/শান্তা