গ্রামীণ অর্থনীতির পুনর্জাগরণ
2022-03-15 19:46:27

মার্চ ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের গ্রামীণ এলাকাগুলোতে চলছে অর্থনীতির পুনর্জাগরণ। বিভিন্ন প্রদেশের গ্রামীণ জনগণ কৃষি ও পোলট্রি খামার, কুটির শিল্প, গ্রামীণ পর্যটন ইত্যাদির  মাধ্যমে আয় বর্ধক নানা কাজে যুক্ত হচ্ছেন এবং ঘুরিয়ে নিচ্ছেন ভাগ্যের চাকা।

দক্ষিণ চীনের  কুয়াংসি চুয়াং স্বায়ত্বশাসিত অঞ্চলের লিউছাং কাউন্টিতে চলছে এমনই অর্থনৈতিক পুনর্জাগরণ।

এখানে কোয়েল পাখির খামার গড়ে উঠেছে। কোয়েল পাখির ডিম চীনের একটি জনপ্রিয় খাদ্য।

মাশরুম চাষ আরেকটি জনপ্রিয় পেশা। কৃষকরা মাশরুম ডেমোনস্ট্রেশন পার্কে চাষ করছেন উন্নত প্রজাতির মাশরুম।

লিউছাং কাউন্টির মুলাও জাতিসত্তার নারীরা মাশরুম চাষে নিজেদের আয় বাড়াচ্ছেন।

এখানে স্থানীয় সংস্কৃতিরও বিকাশ ঘটছে যা গ্রামীণ পর্যটন ও সাংস্কৃতিক পর্যটনকে উৎসাহিত করছে।

শান্তা/সাজিদ

ছবি: সিনহুয়া