২১ থেকে ২৫ মার্চ ট্রেনের অনলাইন টিকিট বিক্রি বন্ধ
2022-03-14 19:24:15

ঢাকা, মার্চ ১৪: বাংলাদেশে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রির কার্যক্রম বন্ধ থাকবে আগামী ২১ থেকে ২৫ মার্চ পর্যন্ত। বাংলাদেশ রেলওয়ের সার্ভিস প্রোভাইডার পরিবর্তন এবং নতুন কোম্পানির দায়িত্ব নেওয়ার জটিলতায় এ সময় কাউন্টারে এসে টিকিট সংগ্রহ করতে হবে যাত্রীদের।

সোমবার সকালে রেলভবনে বাংলাদেশ রেলওয়ে কম্পিউটারের মাধ্যমে টিকিট বিক্রয় ব্যবস্থাপনা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশের রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

কাউন্টার থেকে টিকেট বিক্রির সময় এ কয় দিন কোনো কোটা বা আসন সংরক্ষণ করা হবে না; অর্থাৎ সবার জন্য টিকিট উন্মুক্ত থাকবে বলেও জানান তিনি।

এখন যাত্রার তারিখের পাঁচ দিন আগে অগ্রিম টিকেট কাটার সুযোগ আছে। তবে অনলাইনে টিকেট বিক্রি বন্ধের সময়টায় যাত্রীর দুদিন আগে আগাম টিকেট কেনার সুযোগ মিলবে।

এতোদিন রেলের কম্পিউটারাইজড টিকেটিংয়ের কাজটি করছিল 'সিএনএস' নামের একটি কোম্পানি। তবে নতুন চুক্তির আওতায় এখন সেই কাজ করবে সহজ, সিনেসিস ও ভিনসেন জয়েন্ট ভেঞ্চার।

২৬ মার্চ থেকে আবারো অনলাইন টিকেটিং সেবা চালু হবে বলেও জানান রেলমন্ত্রী।

সাজিদ/ শান্তা