রাশিয়া-ইউক্রেন সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় চীন : লি জিমিং
2022-03-13 18:39:15

ঢাকা, মার্চ ১৩: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় চীন। এজন্য যে কোন পর্যায়ের আলোচনাকে সমর্থন করে দেশটি বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

রাজধানীর একটি হোটেলে 'স্প্রিং ডায়ালগ উইথ চায়না' শীর্ষক এক আলোচনায় এ কথা জানান তিনি। ইংরেজি দৈনিক পত্রিকা ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’ এবং সাংবাদিকদের সংগঠন ডি ক্যাবের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লি জিমিং বলেন, অন্যান্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে চীন সব সময় জাতিসংঘ সনদের মূলনীতি মেনে চলে। ইউক্রেন ইস্যুতেও চীনের এ অবস্থান সুস্পষ্ট।

উইগুর মুসলিম ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত বলেন, উইগুর মুসলিমদের ওপর কোনো রকম নির্যাতন হচ্ছে না। অথচ পশ্চিমা গণমাধ্যম এ নিয়ে নানারকম অপপ্রচার করছে।

লি জিমিং উল্লেখ করেন, চীনে মুসলিমদের অবস্থা পর্যবেক্ষণে প্রতিনিধি পাঠাতে জাতিসংঘকে আহ্বান জানানো হয়েছে। করোনা প্যানডেমিক কেটে গেলে বাংলাদেশি গণমাধ্যমকর্মীদেরও সিনচিয়াং ঘুরে আসার আহ্বান জানান তিনি।

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করতে চায় চীন এটি উল্লেখ করে লি জিমিং বলেন, বাংলাদেশের উন্নয়নে নতুন মেগা প্রজেক্ট অনুমোদন দিতে চায় চীন।

 

অভি/শান্তা