বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে প্রবাসীদের প্রতি শেখ হাসিনার আহ্বান
2022-03-12 18:27:09

মার্চ ১২, সিএমজি বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটানা ১৩ বছর ধরে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় আজকের বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয়েছে।

শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রবাসী বাংলাদেশীদের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী এ অভিমত ব্যক্ত করেন।

তিনি আবুধাবিতে তাঁর আবাসস্থল থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন, প্রাবসী বাংলাদেশীরা তিনটি ভেন্যু থেকে সংযুক্ত ছিল - দুবাইতে বাংলাদেশ কনস্যুলেট, আবুধাবি থিয়েটার এবং রাস আল খাইমায় বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ।

প্রধানমন্ত্রী বিদেশী চাকরি প্রত্যাসীদের প্রতি আহ্বান জানান যেন তারা কখনোই অবৈধ পথে বিদেশে না যান এবং বাড়ি-জমি বিক্রি না করে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে যান।

প্রধানমন্ত্রী বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে প্রবাসীদেরকে বিদেশের মাটিতে নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানান।

অনুষ্ঠান চলাকালে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনের ভিত্তিপ্রস্থর উন্মোচন করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা প্রমুখ।

হাশিম/ঐশী

তথ্য; বাসস

ছবি: পিআইডি।