উন্নতজাতের কৃষি উৎপাদনে সহযোগিতা করবে ফিলিপিন্স
2022-03-11 18:25:07

ঢাকা, মার্চ ১১: বাংলাদেশে উন্নত মানের রপ্তানিযোগ্য আনারস, কলা, ধান, চা ও নারকেল উৎপাদনে সহযোগিতা করবে ফিলিপিন্স। এ বিষয়ে শিগগিরই বাংলাদেশ ও ফিলিপিন্সের মধ্যে সমঝোতা স্মারক সই হবে।

শুক্রবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও ফিলিপিন্সের কৃষিমন্ত্রী উইলিয়াম ডি. ডারের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। খাদ্য ও কৃষি সংস্থার ৩৬তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের সমাপনী দিনের সেশন শুরুর আগে তাদের মধ্যে এ বৈঠক হয়।

এ সময় জানানো হয়, আনারসের জাত এমডি-২, জি-নাইন কলা, ডেলমন চা ও মাকাপুনো নারকেল উৎপাদনে সহযোগিতা করবে ফিলিপিন্স।

এছাড়া রপ্তানিযোগ্য সুস্বাদু জি-নাইন কলা, চা ও ধান চাষসহ কৃষিখাতে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষরে সম্মত হন দুই মন্ত্রী।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বাংলাদেশ থেকে আমের জাত ও ব্রি উদ্ভাবিত উচ্চফলনশীল ব্রি ধান-৮৯ নেয়ার জন্য ফিলিপাইনকে আহ্বান জানান এবং ফিলিপাইনে গোল্ডেন রাইস চাষের অভিজ্ঞতা জানতে চান।

এ বিষয়ে ফিলিপাইনের মন্ত্রী জানান, তার দেশ ইতিমধ্যে গোল্ডেন রাইস চাষের অনুমোদন দিয়েছে। বীজ উৎপাদনের কাজ এখন চলছে। এ বিষয়ে তাদের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে শেয়ার করবে ও সহযোগিতা দেবে।

সাজিদ/রহমান