বেসরকারিখাতে দেয়া হোক পর্যটনশিল্প: পরিকল্পনামন্ত্রী
2022-03-09 18:30:01

ঢাকা, মার্চ ০৯: পর্যটনশিল্পের সাধারণ অবকাঠামো বাংলাদেশ সরকার নিশ্চিত করবে, আর বাকি কাজগুলো বেসরকারি খাতকে দিতে হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।বুধবার রাজধানীর একটি হোটেলে ‘প্রিপারেশন অব ট্যুরিজম মাস্টার প্ল্যান ফর বাংলাদেশ: প্রগ্রেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক এক কর্মশালায় এ মন্তব্য করেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, “দেশের ছেলে-মেয়েরা যাতে ঘোরাফেরা করতে পারে এজন্য পর্যটন কেন্দ্রগুলোর নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।“

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে এম এ মান্নান বলেন, বছর খানেক আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে থেকে বলেছিলেন রাতারগুল, বিছনাকান্দি, টাঙ্গুয়ার হাওড় ও জাফলংয়র মতো পর্যটনকেন্দ্রের পরিকল্পনা তৈরি করতে।

পর্যটন খাতের বিকাশ জরুরি উল্লেখ করে মন্ত্রী বলেন, এই খাতকে পুরোপুরি বেসরকারি খাতে দেওয়া উচিত।

 

অভি/শান্তা