‘যুগ যুগ ধরে বাঙালিকে প্রেরণা দিয়ে যাবে ৭ই মার্চের ভাষণ’
2022-03-07 19:03:31

ঢাকা, মার্চ ৭: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুগ যুগ ধরে বাঙালি জাতিকে প্রেরণা দিয়ে যাবে ৭ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ। ৭ই মার্চ উদযাপনে সোমবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

১৯৭১ সালের এই দিনে ঢাকার রোসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ওই ভাষণের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “জাতির পিতা বলে গেছেন — কেউ দাবায়া রাখতে পারবা না। বাঙালিকে কেউ দাবায় রাখতে পারে নাই।”

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি।

শেখ হাসিনা বলেন, “১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর ৭ই মার্চের ভাষণ বাজানো নিষিদ্ধ ছিল। আমাদের ছাত্রলীগের অনেক নেতাকর্মী, আমাদের আওয়ামী লীগের অনেক নেতা কর্মীকে ৭ই মার্চের ভাষণ বাজাতে গিয়ে নির্যাতিত হতে হয়েছে। তাদের গুলি খেয়ে মরতে হয়েছে। তাদের ওপর চরম অত্যাচার চলেছে।”

তিনি বলেন, ৭ই মার্চের ভাষণ  এমন এক ভাষণ যা কেউ কোনোদিন বের করতে পারবে না এটা কত ঘণ্টা, কত মিনিট, কত দিন বাজানো হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, “এখনও এই ভাষণ আমাদের অনুপ্রেরণা যোগায়। এ ভাষণের প্রতিটি লাইন একেকটা কবিতার অংশ।... আমার বিশ্বাস আর কোনোদিন কেউ এই ইতিহাস মুছে ফেলতে পারবে না। একটি ভাষণের মাধ্যমে বাঙালি জাতি উদ্বুদ্ধ হয়েছিল। সশস্ত্র গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং স্বাধীনতা ছিনিয়ে এনেছে।”

 রহমান/শান্তা