আজ ইউএই সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
2022-03-07 18:43:37

ঢাকা, মার্চ ৭: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দিনের সরকারি সফরে আজ সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন। ইউএই’র ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে তিনি এ সফরে যাচ্ছেন।

রোববার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। জানান, প্রধানমন্ত্রীর সফরে বাণিজ্যি-বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, সরাসরি জাহাজ চলাচল শুরুর ওপর জোর দেওয়া হবে। এ সফরে বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক সই হতে পারে।

৮ মার্চ প্রধানমন্ত্রী দুবাই এক্সপো পরিদর্শন করবেন এবং আন্তর্জাতিক নারী দিবসে একটি উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় যোগ দেবেন। পরে তিনি বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করবেন। সেখানে তিনি ইউএই’র ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করবেন।

৯ মার্চ প্রধানমন্ত্রী আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ানের এবং ইউএই’র জাতির মাতা শেখ ফাতিমা বিনতে মুবারকের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এ ছাড়াও সফরকালে আরও কিছু অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। ১২ মার্চ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

হাশিম/শান্তা