‘শিগগিরই টিকার আওতায় আসবে প্রাথমিকের শিক্ষার্থীরা’
2022-03-07 19:07:28

ঢাকা, মার্চ ৭: বাংলাদেশে পাঁচ বছর ও তার বেশি বয়সী প্রাথমিকের শিক্ষার্থীদের শিগগিরই টিকা কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এরইমধ্যে শিক্ষার্থীদের ও টিকা কেন্দ্রের তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। 

সোমবার স্বাস্থ্য অধিদফতরের টিকা সংক্রান্ত এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, 'প্রাথমিকের শিক্ষার্থীদের টিকার বিষয়ে প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া মাত্রই কার্যক্রম শুরু করা হবে।'

এসময় প্রাথমিক শিক্ষার্থীদের টিকাদানের সম্ভাব্য সময় জানতে চাইলে তিনি বলেন, এটা নির্ভর করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্তের উপর।

অভি/ সাজিদ