সাগরে গভীর নিম্নচাপ, বাড়ছে না তাপমাত্রা
2022-03-05 16:52:03

ঢাকা, মার্চ ০৫: বাংলাদেশে বঙ্গোপসাগরে সৃষ্ট সাম্প্রতিক  লঘুচাপ অবশেষে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবে গভীর নিম্নচাপের প্রভাব বাংলাদেশে পড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে দেশের আবহাওয়া অধিদপ্তর। সে কারণে আগামী কয়েকদিন বাংলাদেশের তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময়ে সারাদেশে দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী তিনদিন আবহাওয়া একইরকম থাকবে।

আবহাওয়াবিদরা গণমাধ্যমকে  জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর ও  উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে শনিবার সকাল টায় একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস।

 

তানজিদ/শান্তা