বেইজিং ২০২২ প্যারালিম্পিক্সে চীনের প্রথম স্বর্ণ
2022-03-05 14:47:02

মার্চ ৫, সিএমজি বাংলা ডেস্ক: বেইজিংয়ে চলমান শীতকালীন প্যারালিম্পিকের আসরে চীনের প্রথম স্বর্ণ ঘরে তুলেছেন লিউ চিসু।

শনিবার পুরুষদের প্যারা বায়াথলনে স্প্রিন্ট সিটিং ইভেন্টে ১৮ মিনিট ৫১.৫ সেকেন্ডে জয়ের সীমানা স্পর্শ করেন তিনি। চলতি প্যারালিম্পিকে চীনা দলের এটিই প্রথম স্বর্ণ জয়।

এর আগে আজ সকালে, চীনা দলের পক্ষে প্রথম পদক জিতে নেন চু তাছিং। তিনি নারীদের প্যারা আলপাইন স্কিয়িং ডাউনহিল ইভেন্টে রৌপ্য পদক জয় করেন। এই ইভেন্টে স্বর্ণ জয় করেন স্লোভাকিয়ার হেনরিয়েটা ফারকাসোভা। এটি ছিল চলতি ক্রীড়া আসরের প্রথম পদক।

শান্তা/হাশিম

তথ্য: সিজিটিএন