‘গাফিলতি ও দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বিএসসি’
2022-03-04 19:35:31

ঢাকা, মার্চ ৪: যুদ্ধবিধ্বংস্ত দেশ ইউক্রেনে জাহাজ পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ শিপিং করপোরেশনের সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করেছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন। নাবিকদের এ সংগঠন বলছে, গাফিলতি ও দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বিএসসি। এই ভুল সিদ্ধান্তের ফলে একজন নাবিকের প্রাণ গেছে, ঝুঁকির মুখে পড়েছে আরো ২৮ নাবিকের জীবন।

শুক্রবার সকালে বাংলাদেশের চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সহসভাপতি ও সহসাধারণ সম্পাদকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নাবিকদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়। নিহত নাবিক মোহাম্মদ হাদিসুর রহমানকে রাষ্ট্রীয় বীর ঘোষণার দাবি জানানো হয়। এ ছাড়া হামলায় জাহাজটি সম্পূর্ণ ধ্বংসের হাত থেকে রক্ষায় বীরোচিত কাজের জন্য নাবিকদের রাষ্ট্রীয় সম্মাননা ও পুরস্কার প্রদানের দাবি জানানো হয়।

গেল বুধবার ইউক্রেনের অলভিয়া বন্দরে নোঙর করে রাখা এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়। এ ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন।

সাজিদ/রহমান