পড়াশোনায় শিক্ষার্থীদের ঘাটতি পুষিয়ে আনা হবে : শিক্ষামন্ত্রী
2022-03-02 19:44:34


ঢাকা, মার্চ ২: দীর্ঘ দুবছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় ঘাটতি হয়েছে বলে মনে করেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। এই ঘাটতি পুষিয়ে নিতে হবে এবং পূর্বের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে হবে বলেও জানান তিনি। 

সকালে রাজধানীর ঢাকা কলেজে ‘মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’ উদযাপন উপলক্ষে ‘রাজনীতির কবি’ প্রকাশনার মোড়ক উন্মোচন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ বিতরণ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টশন-২০২২ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ সব কথা বলেন শিক্ষামন্ত্রী।

করোনাকালে শিক্ষার্থীরা পড়ালেখায় সমস্যার পাশাপাশি পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক ট্রমার মধ্য দিয়েও গিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

 এ অবস্থা থেকে উত্তরণে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

হাশিম/শান্তা