বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখবে অস্ট্রেলিয়া
2022-03-01 17:21:09

ঢাকা, মার্চ ১: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পরও বাংলাদেশকে শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত বাংলাদেশ-অস্ট্রেলিয়া জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম সভায় এ প্রতিশ্রুতি দেওয়া হয়। 

সভায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে পণ্য ও সেবার বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং জ্বালানি ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতাসহ নানা বিষয়ে আলোচনা হয়। দু’দেশের অর্থনৈতিক সম্পর্কে গতিশীলতা আনতে একটি সমীক্ষা করার বিষয়ে অস্ট্রেলিয়া আগ্রহ প্রকাশ করেছে বলেও জানায় মন্ত্রণালয়।

অস্ট্রেলিয়ার উৎপাদনকারী ও বাংলাদেশের প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে গ্লোবাল ভ্যালু চেইনে অন্তর্ভুক্ত করার বিষয়ে পরমর্শ উঠে আসে আলোচনায়। এসময় অস্ট্রেলিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশের অবকাঠামোখাতে বিনিয়োগের আহ্বান জানানো হয়। 

বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ও অস্ট্রেলিয়ার পক্ষে নেতৃত্ব দেন সেদেশের পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তরের প্রথম সহকারী সচিব গ্যারি কাওয়ান। 

দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোসহ সার্বিক সম্পর্কোন্নয়নের অংশ হিসেবে গেল বছরের ১৫ সেপ্টেম্বর দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয় ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট –টিফা চুক্তি। এরই অংশ হিসেবে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়।

সাজিদ/ শান্তা