বাংলাদেশে ২ মাস ইলিশ ধরা নিষেধ
2022-02-28 19:26:01

ঢাকা, ফেব্রুয়ারি ২৮: বাংলাদেশের মৎস্যসম্পদ রক্ষা ও ইলিশ সম্পদ উন্নয়নে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের ছয়টি জেলার পাঁচটি অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

 মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, জাটকা সংরক্ষণের জন্য এ নিষেধাজ্ঞার আওতায় বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর ও পটুয়াখালী জেলার ইলিশ অভয়াশ্রম সংশ্লিষ্ট নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। 

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারা ৩ এর উপধারা ৫ অনুসারে সরকারঘোষিত এ ৫টি অভয়াশ্রমে প্রতিবছর মার্চ-এপ্রিল দুই মাস ইলিশ, জাটকাসহ সবধরনের মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। এ সময় অভয়াশ্রমে মাছ আহরণ আইনত দন্ডনীয় অপরাধ।

অভয়াশ্রম সংশ্লিষ্ট জেলায় এ সময় মৎস্য আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের এরমধ্যেই ৮০ কেজি হারে ভিজিএফ চাল বরাদ্দ দেয়া হয়েছে বলেও জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

শান্তা/সাজিদ