করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই সেরা: স্বাস্থ্যমন্ত্রী
2022-02-27 19:41:27


ঢাকা, ফেব্রুয়ারি ২৭: করোনার টিকাদান কার্যক্রমে বাংলাদেশ বিশ্বে শীর্ষ ১০ এর মধ্যে অবস্থান করছে এবং দক্ষিণ এশিয়ায় শীর্ষ অবস্থানে আছে বলে মন্তব্য করেছেন  বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া চিকিৎসকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শনিবার গণটিকাদান কার্যক্রমে এককোটি মানুষকে টিকাদানের লক্ষ্যমাত্রা থাকলেও প্রায় এক কোটি ১২ লাখ মানুষকে প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে বলে জানান তিনি। ওই দিন প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ মিলিয়ে একদিনে এক কোটি ২০ লাখ টিকা প্রয়োগ করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

বাংলাদেশের মোট জনসংখ্যার ৭৩ শতাংশ এবং টার্গেট জনগোষ্ঠীর প্রায় শতভাগ মানুষকে টিকার আওতায় আনা গেছে বলে মন্তব্য করেন ডা. জাহিদ মালেক। গণটিকা কার্যক্রম আরও দুদিন চলমান থাকবে এবং এরপরও প্রথম দ্বিতীয় ও বুস্টার ডোজ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি। 

শান্তা / হাশিম