আর লকডাউনের দরকার নেই : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
2022-02-26 19:19:37

ঢাকা, ফেব্রুয়ারি ২৬: বাংলাদেশে করোনা প্রতিরোধী টিকা কার্যক্রম ও মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি জোরদার করলে আর লকডাউনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন দেশের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শনিবার দুপুরে মেহেরপুর জেলা স্টেডিয়াম মাঠে গণটিকা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। 

এসময় তিনি আরো বলেন, দেশে করোনার সংক্রমণ ৫ শতাংশের  নীচে নেমে আসায় আগামীতে আর কঠোর বিধিনিষেধ দেয়ার প্রয়োজন হবে না। 

প্রতিমন্ত্রী বলেন, দেশে টিকা গ্রহণের সংখ্যা বেশি হওয়ায় অমিক্রন তেমন ক্ষতি করতে পারেনি। তবে প্রত্যেককেই টিকার আওতায় আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি। 

ঐশী/শান্তা