শুক্রবারও চলছে টিকাদান, ভিড় বেড়েছে কেন্দ্রে
2022-02-25 19:35:36

ঢাকা, ফেব্রুয়ারি ২৫: বাংলাদেশে ছুটির দিনেও করোনার টিকা কেন্দ্রে ভিড় করেছেন সাধারণ মানুষ। শনিবার সারাদেশে এক কোটি টিকা দেওয়ার ঘোষণার পর শুক্রবার এমন ভিড় দেখা গেলো।

এখন পর্যন্ত নানা কারণে যারা টিকা নিতে পারেননি তারাই এসেছেন। বিশেষ করে ছুটির দিন থাকায় কর্মজীবীরাও ভিড় করছেন এ দিন।

এর আগে গেল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয় শুক্রবারও টিকাদান কার্যক্রম চলবে।

অধিদফতর জানায়, আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণটিকা কার্যক্রমকে ঘিরে দেশব্যাপী বিপুল উদ্দীপনার সৃষ্টি হয়েছে এবং টিকাকেন্দ্রে মানুষের উপচেপড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে। এই উৎসাহ ধরে রাখতে ও টিকা দানের লক্ষ্য পূরণ করতে শুক্রবার সারাদেশের কোভিড-১৯ টিকা কেন্দ্র খোলা রাখার কথা বলা হয়। পাশাপাশি প্রয়োজনে অতিরিক্ত কেন্দ্র বা বুথ স্থাপনের মাধ্যমে টিকাদান কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়।

সাজিদ/রহমান

ছবি: ইন্টারনেট