‘অনলাইন জুয়ায় বাড়ছে পারিবারিক সহিংসতা, দেশের অর্থ যাচ্ছে বিদেশে’
2022-02-23 20:06:19

ঢাকা, ফেব্রুয়ারি ২৩: বাংলাদেশে অনলাইন জুয়ার কারণে পারিবারিক সহিংসতা যেমন বাড়ছে তেমনি দেশের অর্থ বিদেশে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ডিবির প্রধান ও ডিএমপি’র অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের জুয়ার সাইটগুলো রাশিয়া, ইন্দোনেশিয়া ও ভারত থেকে পরিচালিত হয় উল্লেখ করে ডিএমপি কমিশনার আরও জানান যে, এর মাধ্যমে বিদেশে অর্থ চলে যায়।

এর আগে ১৯ ফেব্রুয়ারি অনলাইন জুয়ার দেশীয় মাস্টার এজেন্টসহ তিন ব্যক্তিকে ঢাকার খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি। এই চক্র এখন পর্যন্ত ৩০ থেকে ৩৫ কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে জানান হাফিজ আক্তার।

গ্রেফতার হওয়াদের বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে এবং তারা রিমান্ডে রয়েছে বলেও জানান তিনি।

শান্তা/সাজিদ