ইউক্রেন ইস্যুতে সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান চীনের
2022-02-23 15:01:13

ফেব্রুয়ারি ২৩, সিএমজি বাংলা ডেস্ক: ইউক্রেন বিষয়ে সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম প্রদর্শনের, উত্তেজনা বাড়াতে পারে এমন পদক্ষেপ পরিহারের এবং সমস্যার যুক্তিসঙ্গত সমাধান খোঁজার আহ্বান জানিয়েছে চীন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে সোমবার এক ফোন আলাপে এ আহ্বান জানান চীনের রাষ্ট্রীয় পরিষদের সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

ইউক্রেন পরিস্থিতির পরিবর্তনে চীন উদ্বিগ্ন একথা জানিয়ে, তিনি বলেন, যে কোনও দেশের ‘বৈধ নিরাপত্তা উদ্বেগের’ প্রতি সম্মান দেখানো এবং জাতিসংঘের সনদের উদ্দেশ্য ও নীতিগুলোকে মেনে চলা উচিত বলে চীনের দীর্ঘদিনের যে অবস্থান ইউক্রেন ইস্যুতে তা বজায় থাকবে।

প্রসঙ্গত, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ‘লুহানস্ক গণপ্রজাতন্ত্র’ এবং ‘দোনেস্ক গণপ্রজাতন্ত্র’কে স্বীকৃতি দিয়ে সোমবার দুটি আদেশে স্বাক্ষর করেন এবং শান্তি বজায় রাখতে সেখানে রুশ সৈন্য প্রেরণের আদেশ দেন।

ইউক্রেনের ঘটনাবলীর গুরুত্ব অনুযায়ী চীন সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যুক্ত থাকবে – একথা উল্লেখ করে ওয়াং ই বলেন, ইউক্রেন পরিস্থিতির অবনতি হচ্ছে এবং চীন আবারও সব পক্ষকে সংযম বজায় রাখার এবং আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করার আহ্বান জানায়।

ফোনালাপে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে কোরীয় উপদ্বীপের পারমাণবিক ইস্যু নিয়েও কথা হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উত্তর কোরিয়ার সঙ্গে তার দেশের সম্পর্কের ব্যাপারে ওয়াং ইকে অবহিত করেন।

যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার সমস্যা কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে – এ মন্তব্য করে ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্রের উচিত উত্তর কোরিয়ার বৈধ ও যুক্তিসঙ্গত উদ্বেগের প্রতি গুরুত্ব দেওয়া এবং সে ব্যাপারে তাৎর্যপূর্ণ পদক্ষেপ নেওয়া।

রহমান/শান্তা

তথ্য ও ছবি: চায়না ডেইলি, সিসিটিভি