‘প্রবাসীদের প্রতি যত্নবান হতে হবে’
2022-02-23 20:02:06

ঢাকা, ফেব্রুয়ারি ২৩: প্রবাসীদের যথাযথ সেবা নিশ্চিতের প্রতি তাগিদ দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে এক কোটির মতো প্রবাসী আছেন, তারা যেন বিমানবন্দরে কোন রকম হয়রানির শিকার না হন সেদিকে দৃষ্টি রাখার কথা বলেন প্রধানমন্ত্রী

বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ৫০ বছর পূর্তি ‘সুবর্ণ জয়ন্তী’ উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা। রাজধানীর হযরত  শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা ভবনের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী।

বাংলাদেশের সরকারপ্রধান বলেন, দেশের ভাবমূর্তির কথা ভেবে বিমানের যাত্রী সেবার মান বাড়াতে হবে। প্রবাসীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে কারণ তারা দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে এবং তাদের কল্যাণে রিজার্ভ ৪৬ বিলিয়ন ডলার বলে মন্তব্য করেন তিনি।

মার্চের প্রথম সপ্তাহ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশ্বনন্দিত এয়ারলাইন্স সেবা প্রযুক্তির মাধ্যমে অনলাইন টিকেটিং, রিজারভেশন, বিমানবন্দরে পৌঁছানোর পূর্বে চেক-ইনসহ অত্যাধুনিক সেবা গ্রহণের পথ উন্মোচন করতে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

শান্তা/হাশিম