মার্কিন দুটি অস্ত্র কোম্পানির বিরুদ্ধে চীনের পাল্টা ব্যবস্থা
2022-02-22 16:08:35

ফেব্রুয়ারি ২২, সিএমজি বাংলা ডেস্ক: তাইওয়ানের কাছে দীর্ঘ দিন ধরে অস্ত্র বিক্রিতে জড়িত মার্কিন কোম্পানি রেথন টেকনোলজিস ও লকহিড মার্টিনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার।

সোমবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন।

তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের ১০০ মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির ঘোষণার দু’সপ্তাহের মাথায় চীন এ ব্যবস্থা নিল। বেইজিং আগেই যুক্তরাষ্ট্রের এ উদ্যোগের বিরোধিতা ও নিন্দা জানিয়েছে।

মুখপাত্র ওয়াং ওয়েবিন বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে চীনের ’এন্টি-ফরেন স্যাংশন ল’ অনুযায়ী মার্কিন অস্ত্র কোম্পানি দুটির ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত হয়েছে।

চীনের তাইওয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি একচীন নীতির লঙ্ঘন এবং এটি চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। এটি যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক এবং তাইওয়ান প্রণালীর দুই তীরের শান্তি ও স্থিতিশীলতার জন্যও মারাত্মক হুমকি বলে মন্তব্য করেন মুখপাত্র ওয়াং ওয়েবিন।

হাশিম/রহমান

তথ্য: চায়না ডেইলি