হাতি মৃত্যুর কারণ বন দখল ও তদারকির অভাব
2022-02-22 19:03:17

ঢাকা, ফেব্রুয়ারি ২২: বাংলাদেশে সম্প্রতি একের পর কে বন্য হাতি মৃত্যুর ঘটনার ছায়া তদন্ত শেষে প্রতিবেদন প্রকাশ করেছে ৩৩টি পরিবেশবাদী সংগঠন নিয়ে গঠিত বাংলাদেশ প্রকৃতি সংরক্ষণ জোট। প্রতিবেদনে বলা হয়, বনের অবৈধ দখল, বন, বনভূমি এবং বন্যপ্রাণীর নিরাপত্তা দিতে বন বিভাগের ক্রমাগত ব্যর্থতা ও তদারকির অভাবই হাতি মৃত্যুর অন্যতম কারণ।

বন, বনভূমি ও বন্যপ্রাণীর সুরক্ষা দিতে বন বিভাগ ব্যর্থ হওয়ায় বিচারবিভাগীয় তদন্ত দাবি করা হয়। হাতি হত্যার ঘটনাগুলো সিআইডি বা পিবিআইকে দিয়ে তদন্ত করিয়ে দোষীদের বিচার নিশ্চিত করারও দাবি জানায় জোট।

ছায়া তদন্ত শেষে বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরে জোট। পর্যবেক্ষণে বলা হয়, মানুষের হীন স্বার্থের সঙ্গে জড়িয়ে গেছে বনভূমি। ইচ্ছা-অনিচ্ছায় বনভূমি বেদখলে বনবিভাগ সহযোগিতা করেছে অভিযোগ করে জোটের পক্ষ থেকে বলা হয়, বনকে তারা বাণিজ্যমুখী করেছে। বাণিজ্যমুখী বনায়নের ফলে বন্যপ্রাণীরা হুমকিতে পড়েছে উল্লেখ করে বলা হয়, বন্যপ্রাণীর আবাসস্থল রক্ষাই বন বিভাগের মূল দায়িত্ব হওয়া উচিত।

পরিবেশ সুরক্ষায় সংরক্ষিত বন ও হাতির কোরিডোরের ভেতর বিদ্যুৎ লাইন, সড়ক, ব্রিজ-কালভার্ট নির্মাণে বরাদ্দ বন্ধেরও সুপারিশ করা হয়। পাশাপাশি সংরক্ষিত বনকে কোনো সরকারি, বেসরকারি সংস্থা বা ব্যক্তির জন্য বরাদ্দ না দেওয়ারও