বাংলাদেশে ৬২ শিক্ষা প্রতিষ্ঠানে নতুন কারিকুলামে পাঠদান শুরু
2022-02-22 19:08:56

ঢাকা, ফেব্রুয়ারি ২২: বাংলাদেশে করোনায় প্রায় একমাস বন্ধ থাকার পর শ্রেণিকক্ষে পাঠদান শুরুর প্রথম দিনেই নতুন কারিকুলামের পাইলটিং কর্মসূচি শুরু হয়েছে। এর আওতায় দেশের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণিতে নতুন শিক্ষাক্রমে পাঠদান শুরু হয়েছে।

আজ নতুন শিক্ষাক্রমের পাইলটিং কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, নতুন কারিকুলামে শিক্ষার্থীরা হাতে কলমে  শিখবে। নতুন কারিকুলামে শিক্ষার্থীরা দক্ষ, যোগ্য হবে, মানবিক বোধ সম্পন্ন হয়ে গড়ে উঠবে বলেও মন্তব্য  করেন তিনি।

এ সময় শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

হাশিম/শান্তা